রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে ফ্রান্সে সমাবেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করার দাবিতে ফ্রান্স প্রবাসী শিল্পী-কর্মীরা সংহতি সমাবেশ করেছে।

সাখাওয়াত হোসেন হাওলাদার, ফ্রান্সের প্যারিস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 04:23 AM
Updated : 25 Sept 2017, 08:43 AM

স্থানীয় সময় রোববার বিকালে প্যারিসের অবারভিলিয়ের রিপাবলিক চত্বরে ‘বাংলাদেশী প্রগতিশীল শিল্পী-কর্মী বৃন্দ, ফ্রান্স’ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আরাকান রাজ্যে রোহিঙ্গাদের ওপর হামলা, নির্যাতন, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও হত্যা চালানোর ঘটনার নিন্দা জানিয়ে কফি আনান কমিশন বাস্তবায়নের দাবি জানানো হয়।

সংহতি সমাবেশে সংহতি প্রকাশ করতে আসেন অবারভিলিয়ে শহরের সহকারী মেয়র ফেতি সোদেম ও সহকারী মেয়র নুরুদ্দিন কাদের।

এছাড়া আরও সংহতি প্রকাশ করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফ্রান্স শাখার সম্পাদক আহাম্মেদ আলী দুলাল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ফ্রান্স শাখার সংগঠক আয়মান মাসুক মামুন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মণ্ডল, বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স কমিটির সভাপতি রমেন্দ্র কুমার চন্দ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) ফ্রান্স শাখার সংগঠক সাখাওয়াত হোসেন হাওলাদার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার আহ্বায়ক নিলয় সুত্রধর সুমন।
এছাড়া আরও সংহতি জানান তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখার আহ্বায়ক ফাহাদ রিপন ও সদস্য সচিব রাকিবুল ইসলাম, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী, ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক প্লাশিড রিবেরু শিপন, বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স কমিটির সহ সভাপতি রহমত উল্লাহ চৌধুরী সুজন, চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম, ইপিএস বাংলা কমিউনিটির নির্বাহী সমন্বয়ক এলান খান চৌধুরী, উদীচী ফ্রান্স সংসদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জহির হোসেন ভুইয়া ও রজত রায় রাজু।

আরও সংহতি প্রকাশ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সুব্রত ভট্টাচার্য শুভ, চলচ্চিত্র পরিচালক ও নাট্যকর্মী প্রকাশ চন্দ্র রায়, সঙ্গীত শিল্পী সেবাস্তিন বুনো, সঙ্গীত শিল্পী আরিফ রানা, সাংস্কৃতিক কর্মী জুয়েল দাশ রায় লেনিন, শুভাশিষ রায় শুভ, তপু বড়ুয়া, রাজু আহেম্মেদসহ আরও অনেকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!