আহত প্রবাসীর পাশে ‘বাংলার নতুন সেনা’

এসএসসি পাশ করে ২০১১ সালে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া এসেছিলেন দ্বীন ইসলাম৷ চলতি বছর পর্যন্ত ভিসার মেয়াদ ছিল তার, এখন অবৈধ অভিবাসী৷

জোটন চন্দ্র দাস, মালয়েশিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2017, 12:31 PM
Updated : 23 Sept 2017, 12:31 PM

বাংলাদেশে তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া গ্রামে। পিতা মো. মফিজ ও মাতা মোসা. আমেনা বেগম৷

গত ৩০ জুন রাতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সাঁড়াশি অভিযানে পড়েন দ্বীন ইসলাম ৷ পুলিশি অভিযান থেকে বাঁচতে তিনি দু’তলা ভবন থেকে লাফিয়ে পালান৷ পালাতে তিনি সক্ষম হয়েছিলেন ঠিকই, তবে মেরুদণ্ডে পেয়েছেন চোট৷

তারপর থেকে আর একদিনও কাজ করতে পারেননি তিনি৷  নিরুপায় দ্বীন ইসলাম এখন দেশে ফিরতে চান৷

শুক্রবার বিকেলে সাব্বির ইসলামের নেতৃত্বে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলার নতুন সেনা কেএল’ এর একটি টিম দ্বীন ইসলামের সঙ্গে দেখা করেন৷

এই দলে আরও ছিলেন- মো. আমজাদ হোসেন, মো. আমিন, মো. রিয়াদ শুভ ও ব্যবসায়ী সেলিম৷ তারা দ্বীন ইসলামকে দেশে ফেরত পাঠানোর জন্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন ও চিকিৎসার জন্য নগদ কিছু রিঙ্গিত দেন৷

দ্বীন ইসলামের কাছে জানতে চাইলাম, ‘এতোদিনেও কেন বৈধ হওয়ার কাগজপত্র করেননি আপনি?’ উত্তরে বলেন, ‘মালয়েশিয়ায় সাপে কামড় দিলে টিকা নিলে আপনি বাঁচবেন, কিন্তু দালালের খপ্পরে পড়লে বাঁচবেন না।’

খুব আগ্রহ নিয়ে জানতে চাই, ‘কেন ভাই এমন কী হয়েছে?’ উত্তরে কেঁদে বলেন, ‘পাঁচ বছরে তিন দালাল তিনবার আমার কষ্টের আট হাজার রিঙ্গিত মাইরা গেছে৷ শেষ ই-কার্ড করতে গিয়া এক হাজার রিঙ্গিত ধরা খাইলাম৷’

শুধু দ্বীন ইসলাম নয়, দালালের খপ্পরে পড়ে অনেকেই আজ অবৈধভাবে জীবনযাপন করছেন দূর প্রবাসে৷ যত দ্রুত সম্ভব এই অশুভ শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

দ্বীন ইসলামকে সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন সংগঠনের ফেইজবুক পেইজে-

http...www.facebook.com/bdnewsenakl

ই-মেইল করুন এই ঠিকানায় bdnewsenakl@yahoo.com

এই লেখকের আরও পড়ুন

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!