জাতিসংঘের বাইরে আ. লীগের শান্তি সমাবেশ, বিএনপির বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সময় বাইরে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। আর বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো করেছে বিক্ষোভ সমাবেশ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2017, 11:46 AM
Updated : 22 Sept 2017, 11:55 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন সংস্থাটির সদর দপ্তরের বাইরের প্রাঙ্গণে দুই দলের স্থানীয় নেতাকর্মীরা ওই সমাবেশ দুটি করেন।

পুলিশ বেষ্টনীর মধ্যে  অনুষ্ঠিত আওয়ামী লীগের সমাবেশে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিচক্ষণতাপূর্ণ’ এবং ‘সময়োপযোগী পদক্ষেপে’র প্রশংসা করে ব্যানার-পোস্টার-প্ল্যাকার্ড হাতে নিয়ে স্থানীয় নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।  

সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরীসহ সর্বস্তরের নেতাকর্মী।

এছাড়া নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সেক্রেটারি ইমদাদ চৌধুরীসহ নেতা-কর্মী,  নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুন ভূইয়া, সেক্রেটারি শাহীন আজমলসহ নেতারা, মহিলা আওয়ামী লীগের মমতাজ শাহানা, মোরশেদা জামানসহ নেতারা, শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, প্রধান সমন্বয়কারি আব্দুর রহিম বাদশাসহ নেতারা, স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস সভাপতি নুরুজ্জামান সর্দারসহ নেতারা, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এম এ বাতেন, বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আব্দুল কাদের মিয়া, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সেক্রেটারি ইকবাল ইউসুফসহ নেতারা।

নিউ জার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, ওয়াশিংটন মেট্রো, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, ক্যানসাস, ইলিনয় অঙ্গরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মীরাও ছিলেন সরব।

বিএনপির বিক্ষোভ

এদিকে যুক্তরাষ্ট্র বিএনপি, জাসাস, মুক্তিযোদ্ধা দল, তারেক পরিষদ, জাতীয়তাবাদী ফোরাম, ছাত্রদলের নেতা-কর্মীরা জাতিসংঘ সদর দপ্তরের বাইরে শেখ হাসিনাকে ‘স্বৈরাচারী’ ও ‘মানবতার দুশমন’ উল্লেখ করে বিক্ষোভ করেছে।

বিএনপির বিক্ষোভ থেকে তাদের নেতা-কর্মীদের অযথা হয়রানির অভিযোগই বেশি এসেছে।

পুলিশের ব্যারিকেডের মধ্যে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ছিলেন গিয়াস আহমেদ, দেলোয়ার হোসেন, জিল্লুর রহমান, মোস্তফা কামাল পাশা বাবুল, আকতার হোসেন বাদল, এম এ বাতিন, পারভেজ সাজ্জাদ, গোলাম ফারুক শাহীন, কাজী আজম,  বাবরউদ্দিন, আবু তাহের, জসীম ভুইয়া, জাহিদ সরদার সাদী, জাকির এইচ চৌধুরী এবং আবু সাঈদ আহমেদ, অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সেলিম রেজা, রুহুল আমিন নাসির, জসীম উদ্দিন, রফিকুল ইসলাম ডালিম, রাফেল তালুকদার, ড. নূরল আমিন পলাম এবং মাজহারুল ইসলাম জনি প্রমুখ।

প্রায় ৫ বছর যাবত যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় যুক্তরাষ্ট্রে বিএনপি ছয়টি খণ্ডে বিভক্ত হয়ে এতোদিন নানা কর্মসূচি করেছে। তবে জাতিসংঘের সামনের এ বিক্ষোভে বিএনপির বিবাদমান সব পক্ষকেই দেখা গেছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!