রোহিঙ্গা নির্যাতনে রিয়াদ প্রবাসীদের প্রতিবাদ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবিতে সৌদি আরব রিয়াদ  প্রবাসীরা প্রতিবাদ সভা করেছেন।

সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 10:59 AM
Updated : 19 Sept 2017, 10:59 AM

স্থানীয় সময় সোমবার রিয়াদ বাথা এক্সির মেডিক্যাল ক্লিনিকে এ প্রতিবাদ সভায় ‘অং সান সু চির নোবেল বাতিল কর, বিশ্ব মানবতা জেগে উঠো’ স্লোগান দেন প্রবাসীরা।

মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে এবং মোঃ শরিফ হোসেন ও সাংবাদিক এ,কে আযাদ লিটনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. সোলেমান বাদশা।

বিশেষ অতিথির বক্তব্য দেন- গোলাম রাব্বানি মিলন, বাবুল দাস, মো. আলমগীর হোসেন, মো. শহীদ খান, মো. আবদুল ওয়াদুদ, ইলিয়াস খান নোবেল ও মো. নুরুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, অং সান সু চি ও তার সরকার রোহিঙ্গাদের উপরে যে নির্যাতন ও গণহত্যা চালিয়েছে আমরা এর নিন্দা জানাই এবং সু চির বিচার দাবি করছি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!