রোহিঙ্গাদের পাশে প্রবাসী পত্রিকা ‘স্বাধীন কণ্ঠ’

রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের পত্রিকা ‘স্বাধীন কণ্ঠ’।

নাইম আবদুল্লাহ, সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 10:57 AM
Updated : 19 Sept 2017, 10:57 AM

শনিবার কক্সবাজারের পালংখালী সীমান্ত এলাকায় রোহিঙ্গা পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্বাধীন কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক কাজী আলমগীর।

তিনি বলেন, “স্বাধীন কণ্ঠের পক্ষ থেকে রোহিঙ্গাদের দেওয়া ত্রাণের প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, গুঁড়ো দুধ, মুড়ি, বিশুদ্ধ পানির বোতল ও খাবার স্যালাইন।

“ত্রাণ বিতরণের খবর পেয়ে আগে থেকেই শরণার্থী শিবিরে রোহিঙ্গারা লাইন দিয়ে বসে থাকে। অত্যন্ত সুশৃংখলভাবে খোলা স্থানে হুড়াহুড়ি ছাড়াই রোহিঙ্গাদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়।”

ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে ছিলেন- তানভীর চৌধূরী, সালেহ নুর বাবু, মনসুর আলম, হেলাল উদ্দিন, আসাদ আলী, মফিজউদ্দিন, আলমাস হোসেন, ইব্রাহীম সোয়েব, আজিজুল হক, মো. আকবর ও মো. মজিব।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!