জেদ্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

মো.শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 04:48 AM
Updated : 19 Sept 2017, 04:48 AM

মৃত নজরুল ইসলাম (৩০) টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া হাসনগঞ্জ গ্রামের আবদুল মালেক মিয়ার ছেলে।

স্থানীয় সময় রোববার রাতে সাত দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

জেদ্দায় বাংলাদেশি কর্মী কামাল হোসেন জানান, সৌদি আরবের একটি দোকানে কাজ করতে গেলে ১০ সেপ্টেম্বর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুলের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। নজরুল সৌদি আরবের জেদ্দায় ‘আল সমিজ সুভার’ নামে একটি দোকানে কাজ করতেন। ওই দোকানে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রায় ৬ বছর আগে সৌদি আরবে আসেন নজরুল। গত দেড় বছর আগে ছুটিতে দেশে গিয়ে বিয়ে করে পুনরায় সৌদি আরব আসেন বলে জানান কামাল হোসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!