রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ আয়ারল্যান্ড প্রবাসীদের

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সাজেদুল চৌধুরী রুবেল, আয়ারল্যান্ড থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 04:42 AM
Updated : 19 Sept 2017, 04:42 AM

গত সপ্তাহে আয়ারল্যান্ডের লিমরিক শহরে আয়োজিত এ বিক্ষোভে আরও কয়েকটি দেশের প্রবাসীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর আর্থীস কি নামক স্থান থেকে শুরু করে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে হেনরি স্ট্রিট পুলিস স্টেশনের সামনে গিয়ে শেষ হয়। সেখানেই এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এ নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা স্থানীয় মেয়র শিন লিন্স, পুলিস প্রধান ও লিমরিক পোস্ট বরাবর স্মারকলিপি দেন।

এ সময় উপস্থিত ছিলেন আজাদ তালুকদার, ইলিয়াস ভুঁইয়া, শাহিন রেজা, আনুয়ারুল হক, অসীম তালুকদার, ফজলুল হক ও নাসের।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!