বানভাসি ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে জার্মানির স্টুটগার্ট প্রবাসীরা

দেশের উত্তরাঞ্চলে বন্যার্তদের সহায়তা দিতে তহবিল সংগ্রহ করেছে জার্মানির বাডেনউটেনবার্গ প্রদেশের স্টুটগার্ট শহরের প্রবাসী বাংলাদেশিরা।

রাশা বিনতে মহিউদ্দিন, জার্মানির স্টুটগার্ট থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 01:11 PM
Updated : 12 Sept 2017, 01:11 PM

স্টুটগার্ট শহরের কেন্দ্রে ব্যস্ত সড়কের পাশে গত শনিবার ও রোববার দুইদিনব্যাপী এ তহবিল সংগ্রহ চলে।

সেখানে একটি তাবু গেড়ে বানভাসি মানুষ এবং রোহিঙ্গা শরণার্থীদের ছবি সম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড পাশাপাশি রাখা হয়।

এরপর বিভিন্ন বয়সের নারীপুরুষ ও শিশুরা তহবিল সংগ্রহে রাস্তায় নেমে পড়ে।

সংগ্রহ করা ত্রাণের অধিকাংশই বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে বলে আয়োজকরা জানান।

তবে এর মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন এবং এবং  সাহযোগিতার ব্যাপারেও আয়োজকদের মধ্যে অনেকে আগ্রহ প্রকাশ করেন।

দেশে বানের পানি বাড়তে থাকার সাথে সাথে  মানুষের দুর্ভোগ বাড়তে তাকে বলেই দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নেয় জার্মানির  বাডেনউটেনবার্গ প্রদেশের বাংলাদেশি কমিউনিটি।

ফান্ড সংগ্রহে তারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগামীদিনগুলোতেও সেটা অব্যাহত থাকবে বলেই জানিয়েছে।

কমিউনিটিতে সদস্যরা বলেন, দেশের এমন কঠিন সময়ে এগিয়ে আসার দায়িত্ববোধ থেকেই তারা সাধ্যমত বানভাসি মানুষকে পাশে ত্রাণ সহায়তা করতে উদ্যোগ নিয়েছেন।

কমিউনিটির সদস্যরা মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং ওই অঞ্চল থেকে আগত রোহিঙ্গা শরণার্থীদের দুর্ভোগ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পাশাপাশি সহিংসতা বন্ধে মায়ানমারের নোবেল বিজয়ী অং সান সু চি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ জাতিসংঘের দ্রুত কার্যকরী হস্তক্ষেপ প্রত্যাশা করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!