উটকে ‘সাইড দিতে গিয়ে’ সৌদি প্রবাসী নিহত

রাস্তার উপর উঠে আসা উটকে ‘সাইড দিতে গিয়ে’ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মো. শফি উল্লাহ, সৌদি আরব থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2017, 09:02 AM
Updated : 10 Sept 2017, 09:03 AM

নিহতের নাম আলমগীর হোসেন (৩৫)। তার বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার করছাপুর গ্রামে, পিতা মৃত আবদুর রাজ্জাক।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমের পাহাড়ি প্রদেশ আসিরের রাজধানী আবহা থেকে একটি প্রাইভেট গাড়িতে করে ওমরা করার উদ্দেশ্যে মক্কা যাওয়ার পথে বিসা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আলমগীরের বন্ধু ইব্রাহিম বলেন, “সপরিবারে ওমরা করতে যাচ্ছিলো আলমগীর। বিসা নামক স্থানে রাস্তার উপর উঠে আসা উটকে সাইড দিতে গিয়ে চলন্ত গাড়ি গিয়ে রাস্তার মাঝখানে সড়ক বাতিকে ধাক্কা দেয়। এতে চালকের আসলে থাকা আলমগীর ঘটনাস্থলে মারা যায়।”

প্রবাসী আলমগীর তার পরিবারসহ সৌদি আরবের আবহা এলাকায় থাকতেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!