সৌদি আরবে হজ পালনকালে ১৬ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজ পালনকালে আরও ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মো.শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2017, 03:52 AM
Updated : 9 Sept 2017, 03:52 AM

নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মুরারীকাটির সুফিয়া বেগম (৫০), ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পইকপারা গ্রামের মো.শাহীনশাহ মিজ্ঞা (৬৮), কুষ্টিয়া জেলার মিরপুরের এএসএম আবির হোসান (৬১), চট্টগাম জেলার রাউজানের মো.মইনুর ইসলাম (৪৭),লালমনিরহাট জেলার টংভাংগার আবু হারেস মো.সাদিকুল আলম  (৬২), নোয়াখালী জেলার চর কাঁকড়ার মো.মোস্তাফিজুর রহমান (৭৭), রাজশাহী জেলার বাগমারার মো.আবদুস সালাম (৫৪), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার হালিমা খাতুন (৫২), চাঁদপুর জেলার মতলবের মো.আব্দুল রসিদ (৬১), ফেনী জেলার ধর্মপুরের নজির আহমদ মৌলভী বাড়ির খাইরুল নেসা (৭০), মাগুরা জেলার কাদিরপাড়ার মো.নজরুল ইসলাম (৬২), কক্সবাজার জেলার ফালংখালীর নুরুল বশির চৌধুরী (৬৬), রাঙামাটি জেলার বাঘাচারির শিরিনা আক্তার (৪৮), টাঙ্গাইল সদরের বিএইউ মাদ্রাসা এলাকার মো.ওয়াজেদ আলী (৫৯), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার এম এ রব পাচোয়ারী (৭৫) ও পাবনা জেলার দাশুড়িয়ার মো.ইয়াসিন আলী (৬০)।

স্থানীয় সময় শুক্রবার রাত ১২টায় বাংলাদেশ হজ মিশন মক্কা ও মদিনার সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবে সর্বমোট মারা গেছেন ৯৭ জন। এর মধ্যে পুরুষ ৭৭ জন ও মহিলা ২০জন। এদের মধ্যে মক্কায় ৭৩ জন, মদিনায় ৭ জন,জেদ্দায় ১ জন ও মিনায় ১৬ জন মারা গেছেন।

এ পর্যন্ত ৩৯টি ফ্লাইটের মাধ্যমে সর্বমোট দেশে প্রত্যাবর্তনকারী হাজী ১১ হাজার ৯৩৩ জন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!