কানাডায় ফোকফেস্টে বাংলাদেশিদের পরিবেশনা

কানাডার সাস্কাচুয়ানে অনুষ্ঠিত ‘ফোকফেস্ট’-এ সপ্তমবারের মতো অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। 

অমিত কুমার উকিল, কানাডার সাসকাটুন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2017, 04:50 AM
Updated : 23 August 2017, 04:50 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সাসকাটুনের প্রেইরিল্যান্ড পার্কে ফোকফেস্ট উৎসবের ৩৮তম আসর বসে।

‘বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ)’-এর উদ্যোগে সাসকাটুন প্রবাসী বাংলাদেশিরা এ অনুষ্ঠানে অংশ নেয়।

১৭ আগস্ট বিকাল ৫টায় বাংলাদে ও কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের পর্দা উঠে।

বিকাশের সভাপতি জাকির হোসেনের ভাষণের মাধ্যমে ‘ফোকফেস্ট-২০১৭’-এর যাত্রা শুরু হয়।

১৭ ও ১৮ আগস্ট বিকেল ৫টা থেকে রাত ১২টা এবং ১৯ আগস্ট বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে অনুষ্ঠান।

এবারই প্রথম উন্মুক্ত মাঠে অনেকগুলো দেশের প্যাভেলিয়ন পাশাপাশি রাখা হয়েছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশি বর্ষার গান, পাহাড়ি নৃত্য, বাউল সঙ্গীত, বাংলা সঙ্গীতে সেতারসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সমাহারে ঢাক, গ্রামীণ জীবন ও বিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও সঙ্গীত, নজরুল ও লালনগীতি, বাংলা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা, পদাবলী, উচ্চাঙ্গ সঙ্গীত ও লোকজ সঙ্গীত উপস্থাপন করে।

বাংলাদেশের স্টলে দেশি পোশাক, শাড়ি, গয়না,

মেহেদিসহ আরও নানা জিনিস সাজিয়ে রাখা হয়।

অনুষ্ঠানের শেষ দিনে আয়োজনের প্রেসিডেন্ট নেইল আরভিন, ফোকফেস্টের অনারারি অ্যাম্বাস্যাডর ভাস্কর পণ্ডিত,  ফোকফেস্ট সদস্য জয় কালরা ও

স্যাম সাম্বাসিভামসহ আরও অনেকেই বাংলাদেশি প্যাভেলিয়ন পরিদর্শন করেন।

তরুণ রিয়েলেটর ও বাংলাদেশ প্যাভেলিয়নের অ্যাম্বাস্যাডর প্রিয়াঙ্কা নন্দী বলেন,

“এমন খাঁটি বাঙালি, মনোমুগ্ধকর আর নয়নাভিরাম অনুষ্ঠানমালা ও শীত আসার আগে বাংলাদেশিদের মিলনমেলা- এককথায় অসাধারণ।”

‘বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ)’- এর সভাপতি জাকির হোসেন ভলান্টিয়ার,  স্পন্সরসহ সকল প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন