ফ্রান্সে ‘প্রবাসী খ্রিস্টান অ্যাসোসিয়েশন’ এর আনন্দ ভ্রমণ

ফ্রান্সের তুলুজ শহরে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান অ্যাসোসিয়েশন’ তাদের বাৎসরিক আনন্দ ভ্রমণ করেছে।

মোহা. আব্দুল মালেক হিমু, প্যারিস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 09:25 AM
Updated : 22 August 2017, 09:26 AM

স্থানীয় সময় রোববার সকালে যাত্রা করা এ ভ্রমণে সংগঠনের অর্ধ শতাধিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

আনন্দ ভ্রমণে ছিলেন- সংগঠনের সভাপতি ডমিনিক যোসেফ কস্তা, সাধারণ সম্পাদক মার্ক রায়, উপদেষ্টা জেরম বুলবুল গমেজ, ক্যান্টন কস্তা, শম্পা রোজারিও, ভিক্টর শেখর রোজারিও ও জেমস পিন্টু।

আয়োজকরা বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের মাঝে আন্তরিকতা বাড়াতে এ ধরনের সামাজিক অনুষ্ঠান আরও বেশি করা উচিত।’

এবারের আনন্দ ভ্রমণের গন্তব্য ছিল দক্ষিণ ফ্রান্সে অবস্থিত ভালরাস সমুদ্র সৈকত। ভ্রমণের নাম দেওয়া হয় ‘বালুচরে ভোজন ২০১৭’ ।

ভ্রমণে বাসের মধ্যে চলে প্রবাসীদের গান, কৌতুক, ছড়া গান, কবিতা আবৃতি, আড্ডা, খাবার ও নয়নাভিরাম দৃশ্য উপভোগ।

দুপুরে খাওয়া-দাওয়া আর হৈ-হুল্লোড়ের পর শুরু হয় বিভিন্ন খেলাধুলা, লটারি ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়ার অনুষ্ঠান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন।