একুশ অগাস্ট স্মরণে যুক্তরাজ্য আ.লীগের সভা

একুশ অগাস্টে গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে আলোচনা সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

জুবায়ের আহমদ, যুক্তরাজ্যের লন্ডন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 04:56 AM
Updated : 22 August 2017, 04:56 AM

স্থানীয় সময় মঙ্গলবার সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিন, শামসুদ্দিন আহমদ মাস্টার, শাহ আজিজুর রহমান, হরমুজ আলী, সিতাব চৌধুরী, যুগ্ম সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া ও আব্দুল আহাদ চৌধুরী।

সভায় সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন, “১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বাঙালি জাতিকে ধ্বংস করার চেষ্টা করেছিলো। কিন্তু সেদিন ভাগ্যক্রমে শেখ হাসিনা বেঁচে যান। ১৫ অগাস্টের ঘাতকরাই ২১ অগাস্টে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে আবারও হত্যা করতে চেয়েছিলো।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন