মালয়েশিয়া আওয়ামী লীগের শোক সভা

জাতীয় শোক দিবস ও একুশে অগাস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় শোক পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ।

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 08:49 AM
Updated : 21 August 2017, 08:49 AM

স্থানীয় সময় রোববার বিকেলে কুয়ালালামপুরের সাইদ বিস্ট্রো রেস্টুরেন্টের হলরুমে মিনহাজ উদ্দিন মিরানের পরিচালনায় ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক অহীদুর রহমান অহীদের সভাপতিত্বে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

অহীদুর রহমান বলেন, “বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগের কথা নতুনদের জানাতে হবে এবং নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন- মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, যুগ্ম আহ্বায়ক মাহতাব খন্দকার, সাংবাদিক গৌতম রায়, আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, হাফিজুর রহমান ডাবলু, মোহাম্মদ হুমায়ুন কবির, শফিকুর রহমান চৌধুরী, নূর মোহাম্মদ ভূইয়া, মালয়েশিয়া শ্রমিক লীগের সাবেক সভাপতি লিটন আজিজ দেওয়ান, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হুসাইন, হুমায়ুন কবির আমীর, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, মিজানুর রহমান, কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বাতেন, মাসুদ রানা, রাহাদ উজ্জামান, মাহবুবুর রহমান সুমন, কাজী আব্দুল কাইউম, কাজাং শাখা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান, সেরাজ শাখা আওয়ামী লীগের নেতা শামসুল হক, কেপং শাখা আওয়ামী লীগের চান মিয়া, পিজে শাখা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ ইমাম হোসেন, পুড়ু শাখা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ ফারুক হোসেন, সজিব মোহাম্মদ সিকদার, ক্লাং শাখা আওয়ামী লীগের নেতা অধীর কুমার সেন ও ছাত্রলীগ নেতা অনির্বাণ।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন