সৌদি প্রবাসীদের তিন সংগঠনের শোক দিবস পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের তিনটি সংগঠন।

মো. শফি উল্লাহ, সৌদি আরব থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2017, 12:20 PM
Updated : 19 August 2017, 01:31 PM

দিবসটি উপলক্ষে ‘কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ’ রিয়াদ, ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ দাম্মাম ও  ‘বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী অনলাইন সংগঠন’ মক্কা শাখা আলোচনা সভা করেছে।

কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ, রিয়াদ

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মাহবুব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আবদুল গফুর, এম এ জলিল, সোলেমান বাদসা, মো. সাইফুল ইসলাম, তোফায়েল মজুমদার, মো. ইউনুস আলী, রেজাউল করিম নান্না, আলী নুর ইসলাম রনি, সাকিল মাহমুদ, অভি ইসলাম, যাকেরুল ইসলাম, আবদুল আহাদ নয়ন, শরিফ হোসেন, মো. ফজলুল হক, দেওয়ান দিপু, কে এম জাহিদুল ইসলাম, আতিক খান, মনির হোসেন খালাসি, মিজানুর রহমান ও জয়নাল হোসেন ।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন, দাম্মাম

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সৌদি আরব কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে দাম্মামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওহিদুজ্জামান।

সভায় প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব মো. ফখরুল ইসলাম। আরও অতিথি ছিলেন- সৈয়দ আনিসুর রহমান ও বাবুল বদ্দা।

বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী অনলাইন সংগঠন, মক্কা

স্থানীয় সময় মঙ্গলবার রাতে মক্কা নগরীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা করে সংগঠনটি।

সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ ইছমাঈল আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মানিকগঞ্জ শিবালয় উপজেলা শাখার সভাপতি রেজাউর রহমান খাঁন জানু।

সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হারুন খান।

বক্তব্য দেন- মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সম্পাদক নবীন খান, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন, মক্কা নবীন লীগের সভাপতি হোসেন খান ও হেলাল আহমেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!