আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদের শোক দিবস পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি।

জাহাঙ্গীর কবীর বাপপি, আবুধাবি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2017, 10:32 AM
Updated : 19 August 2017, 10:54 AM

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্থানীয় সময় রাতে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে পরিষদ।

পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক

নাছির তালুকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

সভায় ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, “ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে,গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে আবার পাকিস্তান বানাবে। কিন্তু আল্লাহর রহমত তার দুই কন্যা বেঁচে গিয়েছিলেন।তাই আজ দেশ আবার ঘুরে দাঁড়িয়েছে।”

সভায় আরও বক্তব্য দেন-মোয়াজ্জেম হোসেন,হাবিবুল হক খোন্দকার,ইমরাদ হোসেন ইমু, মহিন উদ্দিন মহিন,এস এম মনির, কাউছার নাজ নাছের,মনিরুল ইসলাম মনির,গোলাম কাদের ইফতি, এস এম আলাউদ্দীন,এম এ হান্নান হিরো, তৌহিদুল ইসলাম ফিরোজ,ওসমান আকাশ ও মোহাম্মদ ইলিয়াস।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!