অস্ট্রেলিয়ায় প্রবাসীর লাশ দেশে পাঠানোর অনুরোধ

অস্ট্রেলিয়ায় এক প্রবাসী বাংলাদেশির লাশ সরকারি খরচে দেশে পাঠাতে বাংলাদেশ হাইকমিশনকে অনুরোধ জানিয়েছে মৃতের স্বজন ও প্রবাসীরা।

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2017, 06:53 AM
Updated : 19 August 2017, 09:48 AM

মৃত মোহাম্মদ কিবরিয়ার বাড়ি চাঁদপুরে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সিডনির রকডেল সবার্বে নিজ বাসায় কিবরিয়ার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন মৃতের বন্ধু রিজওয়ান আতিক। 

কিবরিয়ার মরদেহ ময়নাতদন্ত ও অন্যান্য আনুষঙ্গিক কার্যাবলী সম্পাদনের জন্য অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।

সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সভাপতি এনামুল হক জানান, তিনি বাংলাদেশের হাইকমিশনার ইমতিয়াজ হোসেনকে মৃত কিবরিয়ার লাশ সরকারি খরচে দেশে পাঠানোর যাবতীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।

তবে হাইকমিশনার তাকে এ ব্যাপারে কোনো সহায়তা করতে অপারগতা প্রকাশ করে জানিয়েছেন, মৃত কিবরিয়া প্রবাসী বাংলাদেশিদের ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের সদস্য না হওয়ায় বাংলাদেশ হাইকমিশনের কোন সহায়তা দেওয়ার এক্তিয়ার নেই।

এদিকে মৃত কিবরিয়ার মা তার ছেলের লাশ দেশে পাঠানোর অনুরোধ জানিয়েছেন। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরাও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!