মালয়েশিয়ায় জাতীয় শোক দিবস পালন

মালয়েশিয়ায় ‘কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগ’-এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 05:34 AM
Updated : 16 August 2017, 05:34 AM

স্থানীয় সময় মঙ্গলবার কুয়ালালামপুরে বাংলা মার্কেট এলাকায় বাংলাদেশি মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন ও হাফেজ আব্দুল আজিজ।

এ সময় পঁচাত্তরের পনের অগাস্ট জাতির জনকসহ ওইদিন নিহত সকল শহীদের জন্য এবং সম্প্রতি দেশে বন্যা কবলিত মানুষের জন্যও দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, যুগ্ম আহ্বায়ক মাহতাব খন্দকার, আবদুল হামিদ জাকারিয়া, আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব ও হাফিজুর রহমান ডাবলু।

আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, শফিকুর রহমান চৌধুরী, আলমগীর হুসাইন, মিনহাজ উদ্দিন মিরান, কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বাতেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ হারুন রশিদ মিয়াজী, প্রকৌশলী রাহাদ উজ্জামান ও আবুল কালাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!