শামা ও শ্রেয়ার গানে মালয়েশিয়ায় ‘রবীন্দ্র সন্ধ্যা’

মালয়েশিয়ায় ‘রবীন্দ্র সন্ধ্যা’য় গান গেয়ে শুনিয়েছেন দুই বাংলার দুই শিল্পী।

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 11:48 AM
Updated : 13 August 2017, 11:48 AM

দেশটিতে ভারতীয় বাঙালিদের প্রতিষ্ঠান ‘মালয়েশিয়ান বেঙ্গলি অ্যাসোসিয়েশন’ এর ৬৫তম বর্ষপূর্তি উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে গান শোনান বাংলাদেশের শিল্পী শামা রহমান ও কলকাতার শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সুবাং দুয়ায় হেল্প ইউনিভার্সিটির হলরুমে ভারতীয় হাই কমিশন ও মালয়েশিয়ার হেল্প ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

শুরুতে বাংলাদেশ, ভারত ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের কবিতা ও গানের সঙ্গে নাচ পরিবেশিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি এক প্রবাসী দর্শক অনুযোগ করে বলেন, “অনুষ্ঠানে গান, নাচ সবই ভালো লেগেছে। কিন্তু,  বক্তব্যে ভারতীয়রা রবীন্দ্রনাথকে শুধুই ভারতীয় হিসেবে প্রমাণ করতে চেয়েছেন। কবিগুরুর সঙ্গে যেন বাংলাদেশের মানুষের কোন সম্পর্কই নেই!”

ছবি কৃতজ্ঞতা: মোস্তাক রয়েল

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!