ফ্রান্সে এনআরবি গ্লোবাল কনভেনশন নিয়ে সভা

আসন্ন ‘বিশ্ব এনআরবি গ্লোবাল কনভেনশন’ উপলক্ষে ব্রিটিশ-বাংলাদেশি চেম্বার অব কমার্স ও বাংলাদেশ ইকোনোমি চেম্বার, ফ্রান্সের মধ্যে একটি যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

মো.আব্দুল মালেক হিমু, ফ্রান্সের প্যারিস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2017, 04:55 AM
Updated : 27 July 2017, 08:08 AM

স্থানীয় সময় সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসের বিবিসি কার্যালয়ে এ সভা পরিচালনা করেন ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অব কমার্সের সভাপতি এনাম আলী।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন বাংলাদেশ ইকোনোমি চেম্বারের সভাপতি কাজী এনায়েত উল্লাহ, ফখরুল আকম সেলিম, এস.বি ফারুক, মো.আলাউদ্দিন, তাপস বড়ুয়া রিপন, আজহারুল হক ফেরদৌস, টি এম রেজা, ইয়াহিয়া খান, হেনু মিয়া, এমদাদুল হক স্বপন, রেদোয়ান জুয়েলসহ আরও অনেকে।

সভা থেকে জানানো হয়, আগামী অক্টোবরে বাংলাদেশের সিলেটে ‘বিশ্ব এন.আর.বি গ্লোবাল কনভেনশন’ অনুষ্ঠিত হবে।

এর আগে দুই চেম্বারের একটি প্রতিনিধি দল ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এন.আর.বি গ্লোবাল কনভেনশনের বিভিন্ন ইভেন্ট নিয়ে আলোচনা করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!