সুধীন দাশ ও করুণাময় গোস্বামীকে কানাডায় স্মরণ

সদ্য প্রয়াত দুই সঙ্গীতজ্ঞ সুধীন দাশ ও করুণাময় গোস্বামী স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখা।

অখিল সাহা, কানাডা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2017, 10:35 AM
Updated : 21 July 2017, 10:35 AM

আগামী ২৯ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় টরন্টো বাঙালিপাড়ার মিজান অডিটরিয়াম কমপ্লেক্সে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

প্রয়াত দুই গুণী মানুষের জীবন ও কর্ম নিয়ে এ নাগরিক স্মরণসভায় বিশেষ অতিথি থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আবৃত্তিকার বেলায়েত হোসেন।

১৯৩০ সালে কুমিল্লা জেলায় সুধীন দাশের জন্ম। গত ২৭ জুন ৮৭ বছর বয়সে তিনি মারা যান। ১৯৪২ সালে ময়মনসিংহ জেলায় করুণাময় গোস্বামীর জন্ম। গত ৩০ জুন ৭৫ বছর বয়সে তিনি মারা যান। তারা দুজনই জাতীয় সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন।

তাদের স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নাগরিক স্মরণসভায় মিলিত হতে প্রবাসী নাগরিক ও সাংস্কৃতিক কর্মী ও সংগঠকদের আহ্বান জানিয়েছে উদীচী কানাডা শাখা।