জেদ্দায় মতবিনিময় সভায় মাওলানা মাসঊদ

সৌদি আরবের  জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।

মোবারক হোসেন ভুঁইয়া, সৌদি আরবের জেদ্দা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2017, 05:53 AM
Updated : 19 July 2017, 05:53 AM

স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত এ মতবিনিময় সভা পরিচালনা করেন কার্যালয় প্রধান আজিজুর রহমান।

মতবিনিময় সভায় আরও  উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত গোলাম মসিহ, কনসাল জেনারেল বোরহান উদ্দিন, শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম, কাউন্সিলর কাউন্সিলর আলতাফ হোসেন ও পিঅ্যান্ডভি প্রথম সচিব মুহাম্মদ কামরুজ্জামান।

ফরিদ উদ্দীন মাসঊদ তার আলোচনায় বলেন, “আপনারাই হচ্ছেন দেশ গড়ার কারিগর। সৌদি আরবে আপনারা যারা অবস্থান করছেন, তারা দেশটির আইন-কানুন মেনে চলবেন।”

তিনি  বলেন, “বিদেশে যত ভালো কাজ করবেন, দেশের জন্য তত মঙ্গল বয়ে আনবে। বিদেশিরাও আমাদের দেশ তথা আপনাদের মূল্যায়ন করবে।”

জঙ্গিবাদ বিরোধী সফরের অংশ হিসেবে ওআইসি  মহাসচিবের আমন্ত্রণে মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সৌদি আরবে জেদ্দায় আবস্থান করছেন বলে জানা যায়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!