৭১’র গণহত্যা নিয়ে সিডনিতে আন্তর্জাতিক সেমিনার

১৯৭১ এর গণহত্যা ও বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নাইম আবদুল্লাহ, সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 09:57 AM
Updated : 17 July 2017, 10:04 AM

সোমবার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্ট্যাডিজ সার্কেল তাদের প্যারামাট্টা ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করেন।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষক মাসুদুল হকের সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন কাইয়ুম পারভেজ।

সেমিনারে নিবন্ধ উপস্থাপন করেন- ম্যাকুরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের ডিন স্টিফেন ফ্রিল্যান্ড, ডোনাক্রেগ, লন্ডন থেকে আসা রায়ান রাশিদ, ব্রাসেলস থেকে আসা জিয়াউদ্দিন আহমেদ, আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি সিরাজুল হক, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওসেন গভর্নেসের পরিচালক দাউদ হাসান, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, লেখক রতন কুন্ডু ও আবিদুর রাজ্জাক খান।

সেমিনারে যুদ্ধাপরাধীদের বিচার পরিচালনা ও বিচারের রায় বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!