নিউ ইয়র্ক পুলিশে যোগদানকারী ৫ বাংলাদেশিকে সংবর্ধনা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগে যোগদানকারী ৫ বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

সাখাওয়াত হোসেন সেলিম, নিউ ইয়র্ক থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2017, 06:38 AM
Updated : 14 July 2017, 06:38 AM

স্থানীয় সময় বুধবার রাতে নিউ ইয়র্কের নর্থ ব্রঙ্কসের কারি অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে এ সংবর্ধনা সভার আয়োজন করে ‘বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস’।

সংবর্ধিত বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তারা হলেন- মাহবুবুর জুয়েল, জামান আসাদ, চৌধুরী ইফতেখার, চৌধুরী মোহাম্মদ ও আহমেদ ইশতিয়াক।

গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ১০ বাংলাদেশিসহ ৪০৮ পুলিশ কর্মকর্তা নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগে দায়িত্ব পালন শুরু করেন। যুক্তরাষ্ট্রের পুলিশ একাডেমিতে বিশেষ কৃতিত্বের পর স্বাধীনতা দিবসের দিন ম্যানহাটানে বিশ্বখ্যাত মেডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তারা নিউ ইয়র্ক পুলিশ বিভাগে নিয়োগ পান।

বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় এ সভায় বক্তব্য দেন- অ্যাসেম্বলিম্যান হোজে রিভেরা, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট হেলাল চৌধুরী।

বক্তারা বলেন, আশা করছি নিষ্ঠার সাথে কাজ করে বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তারা বাংলাদেশিদের অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন। তাদের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের ভাষাগত সমস্যা রয়েছে তারা পুলিশি সেবায় লাভবান হবেন।

আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংবর্ধিত পুলিশ কর্মকর্তারা জানান, কর্তব্যনিষ্ঠার মাধ্যমে তারা নিউ ইয়র্ক সিটির পুলিশ বাহিনীতে সেরা কর্মকর্তা হিসেবে সেবা দেওয়ার চেষ্টা চালাবেন। এজন্য প্রবাসীদের সমর্থন কামনা করেন তারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!