নিউ ইয়র্কে প্রবাসীদের টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন ‘ওয়ারিয়র্স’

নিউ ইয়র্কে প্রবাসীদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ‘অরবিট (এ)’-কে ৪০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘দ্য ওয়ারিয়র্স’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 01:18 PM
Updated : 13 July 2017, 03:40 PM

স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্ক সিটির ফ্লাশিং মেডোস পার্কে নিউ ইয়র্ক ক্রিকেট লীগ (এনওয়াইবিসিএল)- এর ওই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনালে টসে জিতে  ‘অরবিট (এ)’ দলের অধিনায়ক ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

‘দ্য ওয়ারিয়র্স ব্যাটিং’-য়ে নেমে শুরুতেই উইকেট হারায় ৷ ‘অরবিট (এ)’ নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.১ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায় দলটি ৷

জবাবে ‘অরবিট (এ)’ এর ১০৭ রান তাড়া করতে নেমে ‘দ্য ওয়ারিয়র্স- এর বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে ১৮ ওভারে মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় তারা।

ফলে ‘দ্য ওয়ারিয়র্স’ লো স্কোরিং ম্যাচে ৪০ রানের জয় নিয়ে এনওয়াইবিসিএলে টি-২০ (২০১৭) চ্যাম্পিয়ন হয়।

বেশ কয়েক সপ্তাহ আগে শুরু এ টুর্নামেন্টে ২৪টি দল অংশ নেয়।

ফাইনাল শেষ হওয়ার পর পুরস্কার বিতরণ করেন এ আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক সংস্থা ‘আ. কাদের মিয়া ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা এবং সিইও মো. আব্দুল কাদের মিঞা।

চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফিসহ প্রাইজমানি আড়াই হাজার ডলার এবং রানারআপ দলের হাতে এক হাজার ডলার তুলে দেন তিনি।

১০ রানে ৩ উইকেট নিয়ে ফাইনালের ‘ম্যান অব দ্য ম্যাচ’ হোন সাইফ আজাদ।

এছাড়া ‘দ্য ওয়ারিয়ার্স’-এর জাকির হোসেন সর্বমোট ২৩৩ রান করে টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান এবং ‘রয়েল ফ্রেন্ডস’-এর তোরাগ ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন।

পুরস্কার বিতরণীর সময় কাদের মিয়া তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “ক্রিকেট আজ সারাবিশ্বেই জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী আমাদের প্রজন্মকেও ক্রিকেটের সাথে জড়িয়ে রাখার এ উদ্যোগ অব্যাহত রাখতে হবে।”

 “শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। এছাড়া, ক্রিকেট আজ এমন এক খেলায় পরিণত হয়েছে, যা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে। বিশ্বে দেশ ও জাতিকে পরিচিতি দিতেও ক্রিকেট অবিস্মরণীয় ভূমিকা পালন করছে। এমন একটি আয়োজনের অংশ হতে পেরে আমিও নিজে গৌরব বোধ করছি।”

মাজহারুল ইসলাম জনির সার্বিক পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো ছিলেন এনওয়াইবিসিএল-এর প্রেসিডেন্ট জিয়া ভূইয়া, ডিরেক্টর ওয়েছ আহমদ, সেক্রেটারি সারোয়ার চৌধুরী, সদস্য মেহরাজ মাসুদ, লিসান চৌধুরী, মারজান, ম্যাচ অফিসিয়ালসহ দুই দলের খেলোয়াড় ও টিম কর্মকর্তারা।

অংশগ্রহণকারি দলগুলো ছিলো :

ওয়ারিয়র্স, অরবিট-এ, অরবিট-বি, ঈগল সিসি, রয়েল ফ্রেন্ডস, কিং কোবরা, এস্টোরিয়া রয়েল্স, বিয়ানিবাজার ইয়ংস্টার, নেমিসিস, জেওয়াইসি পাওয়ার্স, এনওয়াই চ্যালেঞ্জার্স, ব্রঙ্কস হারিকেন্স, ব্রুকলীন স্পোর্টিং ক্লাব, টিম লাইকেন্স, প্রিডেটার্স, ব্রাদার্স ইউনিয়ন, আইডিয়াল, ইউনাইটেড ফাইটার্স, ইউনাইটেড হকস, এনওয়াই থান্ডার হকস এবং নাইট রাইডার্স।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!