ভিয়েনায় ঈদ উৎসব অনুষ্ঠিত

অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘ঈদ উৎসব-২০১৭’ শিরোনামে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এম নজরুল ইসলাম, অস্ট্রিয়ার ভিয়েনা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2017, 02:42 PM
Updated : 29 June 2017, 02:42 PM

স্থানীয় সময় বুধবার রাজধানী ভিয়েনার হউফসাইলসের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই ঈদ অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়।

অনুষ্ঠনে আমন্ত্রিত অতিথি হিসেবে অস্ট্রিয়ায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

এরা হলেন- ভারতের রাষ্ট্রদূত রেনু পাল, শ্রীলংকার রাষ্ট্রদূত প্রিয়ানে বিজেমেকেরা, মালয়েশিয়ার রাষ্ট্রদূত ডটো আডনান বিন অুমান, নেপালের রাষ্ট্রদূত প্রকাশ কুমার সুভেদি, তাজিকিস্থানের রাষ্ট্রদূত ইয়মতউলু নাসরেদিনভ, জাপানের রাষ্ট্রদূত মিতসুরু কিটানো, কানাডার রাষ্ট্রদূতমার্ক এডওয়ার্ড বাইলি, কেনিয়ার রাষ্ট্রদূত মাইকেল এডিপো অকথ ওয়াউগি ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ভোবিইট আন।

প্রবাসী বাঙালিদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও চ্যান্সেরি প্রধান শাবাব বিন আহমেদ, কাউন্সিলর কমার এরনস্ট গ্রাফট, দূতাবাসের কর্মকর্তা জুবায়দুল হক চৌধুরী, মাহাবুবুল আলম, জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থার কর্মকর্তা মো.সামসুদ্দিন, অস্ট্রিয়ান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মিজানুর রহমান খান, ওপেক- এর কর্মকর্তা রুহুল আমিন, মিনহাজুর রহমান, মুক্তিযোদ্ধা বায়োজিদ মীর, আকতার হোসেন, শামছুল ইসলাম, রুহী দাস সাহা, আবদুল জলিল, সাজ্জাদ হোসেন হিমু, খন্দকার মো. মাহাবুব, মোশারফ হোসেন আজাদ, তপন রোজারিও, আহাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সামসুল হুদা চৌধুরী, অর্চি সাবাব, হাসিনা রহমান, ওজালা রোজারিও, নাসরিন জাহান, নুসরাত হোসেন,  নুসরাত সুলতানা মিষ্টি, জারিন জাকারিয়া এবং ফরিদা ইসলাম।
অস্ট্রিয়ায় বাংলাদেশি কমিউনিটিকে আরও ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ দূতাবাসের এ আয়োজনে উপস্থিত ছিলেন আরও অনেক প্রবাসী বাংলাদেশি।

রাষ্ট্রদূত মো. আবু জাফর ও তার সহধর্মিণী সালমা আহমেদ জাফর অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি তাদের শুভকামনা ও শুভেচ্ছা জানান। তারা অনুষ্ঠানে অংশ নেয়ায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশের ঐতিহ্যবাহী ঈদের খাবার দিয়ে সবাইকে আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।