সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সৌদি আরবের রিয়াদে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

মো.শফি উল্লাহ, সৌদি আরব থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 03:58 AM
Updated : 28 June 2017, 03:58 AM

স্থানীয় সময় সোমবার বিকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে জুলহাস খান (৫০) মারা যান বলে জানিয়েছেন তার  ভাই পারভেজ।

জুলহাস খান মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শেখর নগর ইউনিয়নের পাউসর গ্রামের ইয়াইয়া খানের ছেলে। 

রিয়াদের নাসিম এলাকার আল মাহা অপটিক্যালে চাকরি করতেন জুলহাস।

জুলহাস খানের ভাই পারভেজ জানান, সোমবার বিকালে ঘুমাতে গিয়ে স্ট্রোক করে মারা যায় জুলহাস। দীর্ঘ ১০ বছর অবৈধ থেকে জুলহাস সৌদি সরকারের সাধারণ ক্ষমায় আউট পাস সংগ্রহ করেছিলেন দেশে যাওয়ার জন্য। আগে টিকেট না পাওয়ায় আগামী কয়েকদিনের মধ্যেই দেশে যাওয়ার কথা ছিল তার।

বর্তমানে জুলহাসের মরদেহ পুলিশ হেফাজতে ময়নাতদন্তের জন্য রয়েছে।

জুলহাসের দুই ছেলে সন্তান রয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!