মালদ্বীপে ঈদের জামাতে প্রবাসী বাংলাদেশিরা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে তাল মিলিয়ে রোববার মালদ্বীপে ঈদ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

রনি নন্দী, মালদ্বীপের মালে থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2017, 10:33 AM
Updated : 26 June 2017, 10:33 AM

মালদ্বীপের রাজধানী মালে ও বিভিন্ন দ্বীপে ছড়িয়ে থাকা প্রবাসীরা ঈদের নামাজ আদায় করেন।

রাজধানী মালেতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় মাফানু স্টেডিয়ামে সকাল সাড়ে ৭টায়। এখানে স্থানীয়দের সঙ্গেই ঈদের নামাজ আদায় করেন অনেক প্রবাসীরা।

এছাড়াও ঈদের জামাতে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপের জাতীয় মসজিদ মসজিদুল আল-সুলতান, নূরু মিসকিন,ইব্রাহিম মিসকিন,হুকুরু মিসকিন মসজিদে যান।

মসজিদুল আল-সুলতানে ঈদের নামাজ পড়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আখতার হাবিব। ঈদ উপলক্ষে মালদ্বীপ প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রদূত আখতার হাবিব।

নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকেই দেশে ফোন করে স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এদিকে ঈদুল ফিতর কেন্দ্র করে মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোঁরাগুলোতে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!