কানাডার ঈদুল ফিতর উদযাপিত

কানাডার বিভিন্ন প্রদেশের শহরগুলোতে ঈদুল ফিতর উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

সদেরা সুজন, কানাডা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2017, 04:27 AM
Updated : 26 June 2017, 04:27 AM

স্থানীয় সময় রোববার সকালে কানাডাজুড়ে একাধিক স্থানে ঈদ জামাতে অংশ নেন বাংলাদেশিসহ অন্যান্যদেশের মুসলমানরা।

ঈদুল ফিতর উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডাসহ সারা বিশ্বের মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ক্যুইবেকে লং হলিডে এবং কানাডায় সরকারী ছুটির দিন রোববারে ঈদুল ফিতর হওয়াতে বাংলাদেশিসহ কানাডায় বসবাসরত মুসলিমদের জন্য এবছরের ঈদ ছিলো বেশ উৎসবমুখর। এছাড়া আবহাওয়া ভালো থাকাতে প্রতিটি শহরেই বড় বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

প্রায় প্রতিটি শহরে ঈদের জামাত শুরুর আগে স্থানীয় কানাডার মন্ত্রী, মেয়র, ডেপুটি মেয়র, সিটি কাউন্সিলর, বিভিন্ন দলের রাজনীতিবিদরাসহ সরকারের বিশেষ দূতরা মতবিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান। সুন্দর সুষ্ঠুভাবে ঈদের জামাত অনুষ্ঠানের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!