স্পেনে প্রবাসীরা পালন করলেন ঈদ

ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে।

সাহাদুল সুহেদ, স্পেন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2017, 02:48 PM
Updated : 25 June 2017, 02:48 PM

রোববার স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রধান এ ধর্মীয় উৎসবের আনন্দ নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নেন।

রাজধানী মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েসের বায়তুল মোকাররম বাংলাদেশি মসজিদের আয়োজনে কাসিনো পার্কে সকাল সাড়ে ৭টায় এবং সাড়ে ৮টায় ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হয়।

পর্যটন নগরী বার্সেলোনায় শাহ জালাল জামে মসজিদ ও লতিফিয়া ফুলতলী জামে মসজিদে তিনটি করে ছয়টি জামাত অনুষ্ঠিত হয়।

বার্সেলোনার সান্তা কলোমায় পলি ডিপোর্টিভোতেও অনুষ্ঠিত হয় ঈদের একটি জামাত।

প্রতিটি জামাতেই ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়।

নামাজের পর বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

নামাজ শেষে বাংলাদেশিরা একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!