জাপানে ঈদ উদযাপিত

মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি জাপানেও মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

জাপান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2017, 09:27 AM
Updated : 25 June 2017, 09:27 AM

রোববার স্থানীয় সময় সকাল ৯ টায় রাজধানী টোকিও টার্কিস মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

একই সময়ে দেশটির হোক্কাইডো, আওমরি, কুমামতো, কোবে, ওসাকা, সুকুবা, সায়তামা, চিবা, ফুকুশিমা, হিরোসিমা, কিয়েতো, তোহুকুসহ ৪৬টি প্রদেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

দেশটির বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত ওসাকার ইবারাকি মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সেখানে বাংলাদেশ মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সিরিয়া, সৌদি আরব, ভারত, ইরানের শতাধিক প্রবাসী নারী-পুরুষ অংশ নেয়।

ঈদের খুৎবায় মুসলিমদের মধ্যে চলমান ধর্মীয় সহিংসতা দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে।

মুসলিমরা শান্তি চায় উল্লেখ করে সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য সবাই যাতে একযোগে কাজ করতে পারে ঈদের জামাত থেকে আল্লাহর কাছেসেইপ্রার্থনা করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!