মালয়েশিয়ায় প্রবাসীদের ঈদ উদযাপন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা ঈদ উদযাপন করছে।

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2017, 06:34 AM
Updated : 25 June 2017, 06:40 AM

স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায় কুয়ালালামপুরের অধিকাংশ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মালয়েশিয়ানরা ঈদের ছুটিতে গ্রামে চলে যাওয়ায় রাজধানী কুয়ালালামপুর ও এর আশেপাশের এলাকার বিভিন্ন মসজিদে ঈদ জামাতে স্থানীয়দের চেয়ে বিভিন্ন দেশের প্রবাসীরাই ছিল বেশি। এর মধ্যে অনেক মসজিদে সংখ্যাগরিষ্ঠতা ছিলো বাংলাদেশি প্রবাসীদের।

কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদ আল বুখারিতে অনেক মানুষ ঈদ জামাতে অংশ নেন। ঈদের নামাযের শেষে মসজিদের সামনে বাংলাদেশিরা একে অপরের সাথে কোলাকুলি করে। কোলাকুলির পাশাপাশি দল বেধে ছবি তোলেন তারা।

ঈদ উপলক্ষে কুয়ালালামপুর কোতারায়া বাংলা মার্কেট এলাকায় ছিলো প্রবাসী বাংলাদেশিদের ভিড়। দূর-দূরান্ত থেকে সবাই এখানে এসে একে অপরের সাথে দেখা-সাক্ষাত করছেন। বাংলাদেশি রেস্টুরেন্টে দেশি খাবারের স্বাদ নিতে প্রবাসীদের ভিড় দেখা গিয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!