যুক্তরাষ্ট্রেও রোববার ঈদ

যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলমানরা রোববার ঈদ উদযাপন করবেন।

নিউইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2017, 07:46 PM
Updated : 24 June 2017, 07:46 PM

সৌদি আরবে চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর দেশটির অধিকাংশ মসজিদ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সময়ের পরিক্রমায় সৌদি আরবে চাঁদ দেখা র ৬ ঘণ্টা পর যুক্তরাষ্ট্র ও কানাডায় চাঁদ দেখতে পাওয়ার কথা।

ব্রুকলীনের সর্ববৃহৎ মসজিদ ‘বাংলাদেশ মুসলিম সেন্টার’র সামনে পুলিশ-ভ্যান। নিরাপত্তার স্বার্থে এমন দৃশ্য অধিকাংশ মসজিদের আশাপাশেই। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, বস্টন, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, মিনেসোটা, অ্যারিজোনা, টেক্সাস এবং ওয়াশিংটন ডিসি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর এসব রাজ্যগুলোতেও রোববার ঈদুল ফিতরের নামাজ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থাৎ এবার ২৯ দিন রোজা পালন করলেন যুক্তরাষ্ট্রের মুসলমানরা।

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ফুটপাতে শেষ মুহূর্তের কেনাকাটা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

চাঁদ দেখার নানা ফতোয়া নিয়ে কয়েক বছর আগেও যুক্তরাষ্ট্রে একাধিক দিনে ঈদ পালন করা হয়েছে। তবে এখন সেই বিভেদ আর নেই বললেই চলে।

নিউ ইয়র্কের প্রধান প্রধান ঈদ জামাত হবে জ্যামাইকা মুসলিম সেন্টার, বাংলাদেশ মুসলিম সেন্টার, আল আমিন জামে মসজিদ, আল আমান জামে মসজিদ এবং বায়তুল জান্নাহ জামে মসজিদে।

জ্যাকসন হাইটসের ফুটপাতে শেষ মুহূর্তের কেনাকাটা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এদিকে নিউ ইয়র্ক সিটির ব্রুকলীন, কুইন্স, ব্রঙ্কস ও ম্যানহাটানের বেশ কয়েকটি জায়গায় সম্প্রতি মুসলমান সম্প্রদায়ের বাসিন্দাদের প্রতি ‘বিদ্বেষমূলক হুমকির’ প্রেক্ষিতে সিটি পুলিশের পক্ষ থেকে প্রত্যেক মসজিদ এবং মুসলমান অধ্যুষিত এলাকায় টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।

শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত বাংলাদেশিরা

জ্যাকসন হাইটসের ফুটপাতে শেষ মুহূর্তের কেনাকাটা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ঈদ উপলক্ষে শনিবার শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত ছিলেন নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা। ক্রেতা-বিক্রেতার সমাগমে এদিন জমজমাট ছিল জ্যাকসন হাইটসের ফুটপাত।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!