ঈদের চাঁদে সৌদিতে উৎসবের আমেজ

এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে শুরু হয়েছে ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি।

মো. শফি উললাহ -সৌদি আরব থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2017, 06:09 PM
Updated : 24 June 2017, 07:46 PM

শনিবার রাতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট চাঁদ দেখা কমিটি রোববার ঈদুল ফিতরের ঘোষণা দেওয়ার পর মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

মধ্যপ্রাচ্যের এই দেশজুড়ে নেওয়া হয়েছে ঈদ উদযাপনের প্রস্তুতি। রাজধানী রিয়াদে ঈদের জামাতের জন্য তৈরি রাখা হয়েছে ৬৬০টি মসজিদ। এছাড়া ৩৩টি উন্মুক্ত স্থানে ঈদ জামাত হবে। নারীদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা থাকবে সেখানে।

জেদ্দায় ঈদের নামাজের জন্য রয়েছে ২২৫টি মসজিদ ও ৫৫টি খোলা স্থান। ফরজের নামাজের এক ঘণ্টা পর ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নারীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

ঈদের নামাজ ও সংশ্লিষ্ট বিষয়ে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ বিভাগের পক্ষ থেকে এরইমধ্যে মসজিদের ইমামদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শহরগুলোর নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!