সিডনিতে ঈদের আগে মেহেদি মেলা

ঈদের আনন্দঘন দিনে নিজেকে আলাদা করে সাজাতে চান সবাই। আর ঈদের দিন সাজের সঙ্গে হাতের মেহেদির নকশা ভিন্ন মাত্রা যোগ করে। হাতে মেহেদি লাগানোর মধ্য দিয়েই ঈদের খুশির আমেজ শুরু হয়।

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2017, 01:54 PM
Updated : 24 June 2017, 01:54 PM

বাংলাদেশে চাঁদ রাতে হাতে মেহেদি লাগানোর প্রচলন অনেক আগে থেকেই রয়েছে।

সেই প্রচলনকে অনুসরণ করেই সিডনিপ্রবাসী কিশোরী, শিশু, গৃহিণী ও নববধূরা স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির লিভারপুলে আয়োজিত ‘চাঁদ রাতের মেলা’য় হাতে মেহেদি লাগানোর মধ্য দিয়েই নিজেকে আলাদা করে সাজাতে ব্যস্ত ছিলেন।

অনেকে জানালেন, তারা হালফ্যাশন অনুযায়ী পুরো মেহেদি না লাগিয়ে আঙুলের পাশ দিয়ে মেহেদির নকশা করছেন। তারপর নখে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে নেইল পলিশ দিয়ে ঈদের সাজে সাজবেন।

মেলায় আসা কেউ কেউ আবার হাতের গড়ন অনুযায়ী লম্বা লতার ডিজাইনের পাশাপাশি হাতের তালুতে গোল ডিজাইন করেও মেহেদি দিয়েছেন।

বড়দের পাশাপাশি সহজ-সরল থিম অনুসরণ করে ছোটদের হাতে মেহেদির নকশা আঁকা চলছে।

অনেকে আরো জানালেন, ঈদের এক দিন আগে হাতে মেহেদি লাগালে উৎসবেরদিনটিতেমেহেদিররংওটাটকাথাকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!