ফখরুলদের ওপর হামলার প্রতিবাদ যুক্তরাষ্ট্র যুবদলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী যুবদল নেতারা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2017, 07:33 AM
Updated : 23 June 2017, 07:33 AM

বৃহস্পতিবার বিকালে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র যুবদলের এ বিক্ষোভে প্রবাসী বিএনপি নেতা এবং আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের নেতাকর্মীরাও অংশ নেন।

পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি পরিদর্শনে যাওয়ার পথে গত ১৮ জুন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার মুখে পড়ে বিএনপি মহাসচিবের গাড়িবহর।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ওই হামলার জন্য আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য হাছান মাহমুদ অনুগতদের দায়ী করলেও অভিযোগ প্রত্যাখ্যান করে হাছান মাহমুদ প্রথমে বলেছিলেন, মির্জা ফখরুলদের গাড়ির ধাক্কায় স্থানীয় দুজন আহত হলে বিক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারা হামলা করে।

তবে পরদিন তিনি বলেন, হামলাটি স্থানীয় বিএনপির দুটি অংশের কোন্দলের কারণে হয়ে থাকতে পারে।

এ ঘটনার প্রতিবাদে আয়োজিত যুক্তরাষ্ট্র যুবদলের বিক্ষোভে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল আলম মনা, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী এবং সেক্রেটারি আবু সাঈদ আহমেদ বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান, আমানত হোসেন, শাহাদৎ হোসেন রাজু এবং নীরা নিরু।

ফখরুলদের ওপর হামলার প্রতিবাদে এর আগের দিন বুধবার বিকালে জ্যাকসন হাইটসে আরেকটি সভা করে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ’।

মেজবান পার্টি হলে কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজুর সভাপতিত্বে ওই সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মনিরুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি গিয়াস আহমেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!