সৌদি আরবে পুড়েছে বাংলাদেশিদের শতাধিক দোকান

সৌদি আরবের রিয়াদে একটি মার্কেটে আগুন লেগে দুইশরও বেশি দোকান পুড়ে গেছে, এগুলোর বেশিরভাগের মালিকানাই বাংলাদেশিদের।

মো. শফিউল্লাহ, সৌদি আরব থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 08:26 PM
Updated : 20 June 2017, 08:26 PM

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘বাথা মার্কেট’ নামে পরিচিত বিপণিবিতানটিতে আগুন লাগে বলে সেখানকার একটি প্রতিষ্ঠানের কর্মী প্রবাসী বাংলাদেশি হাসান তালুকদার জানান।

তিনিবলেন, “আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাউকে কাছাকাছি যেতে দিচ্ছিলেন না।”

হাসানের বাসা ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে বাথা রোচাচী ভবনে।

তিনি জানান, দুই ঘন্টা পর রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

“তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বৈদ্যুতিক গোলযোগ থেকে এর সূত্রপাত হয় বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা,” বলেন হাসান।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!