জেদ্দায় বাংলাদেশি শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা

সৌদি আরবের জেদ্দায় ‘বাংলাদেশ ইন্টারন্যশনাল স্কুল অ্যান্ড কলেজ’-এ স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মো. শফি উল্লাহ, সৌদি আরব থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2017, 04:39 AM
Updated : 29 May 2017, 04:39 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ জেদ্দার অডিটোরিয়াম প্রাঙ্গণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম শাখার শিক্ষার্থীরা। প্রতিযোগিতার বিষয় ছিলো- ‘অর্থ অনর্থের মূল’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামদুর রহমান ও সঞ্চালনা করেন শিক্ষক মো. জাফর।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট কনসাল (লেবার ও শিক্ষা) কাজী সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্কুল গভর্নিং বডির চেয়ারম্যান মার্শেল কবির পান্নু ও ভাইস-চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

প্রতিযোগিতার প্রথম পর্বে বাংলা শাখা সমান পয়েন্ট পেয়ে বিজয় অর্জন করে। এতে সেরা বিতার্কিক হয়েছে পক্ষ দলের সাঈদ হোসেন ও  বিপক্ষ দলের মাহমুদা ইমদাদ। ইংলিশ মিডিয়াম শাখার পক্ষে বিজয় অর্জন করে পক্ষ দল এবং সেরা বিতার্কিক হয়েছেন মুসলিম বীল্লাহ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!