রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নির্বাচন

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

মো. শফি উল্লাহ, সৌদি আরবের রিয়াদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2017, 11:12 AM
Updated : 28 May 2017, 11:12 AM

স্হানীয় সময় শুক্রবার স্কুল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চলে ভোট চলে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারওয়ার আলম।

নির্বাচিত ৭ সদস্য হলেন- মোহাম্মদ আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার গোফরান, মোহাম্মদ মোসতাক আহমেদ, নুরুল আমীন, মোহাম্মদ রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম এবং সবুজ বিশ্বাস।

নির্বাচিত ৭ জনের মধ্য থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ট্রেজারারসহ অন্যান্য পদের জন্য মনোনীত করা হবে। 

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৭৭২ । এর মধ্যে ৩৮৩ জন ভোটদেন।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখায় দীর্ঘ ৬ বছর পর  নির্বাচন হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!