সৌদি আরবে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী

সৌদি আরবের জেদ্দায় ‘বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা’ ও ‘প্রবাসী শাহরাস্তি ফোরাম’-এর উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত হয়েছে।

মো. শফি উল্লাহ, সৌদি আরব থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2017, 04:48 AM
Updated : 28 May 2017, 05:40 AM

স্থানীয় সময় শুক্রবার রাতে প্রবাসী শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো.জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে ও মো.হাবিবুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক আমির চারু বাবলু।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের উপরে আলোচনা ও  কবিতা আবৃত্তি করেন লেখক মোহাম্মদ ইকবাল হোসেন, শিল্পী আমির হোসেন টারজেন, কবি নিজাম উদ্দিন জন্টু, কবি মো.শরিফ হোসেন ও মো.ইসমাইল হোসেন।   

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় ‘বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা’র উদ্যোগে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালিত হয়েছে। এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল বোরহান উদ্দীন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!