ভাস্কর্য অপসারণে নিউ ইয়র্কে সাংস্কৃতিক জোটের প্রতিবাদ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়ে ফেলার নিন্দা ও প্রতিবাদে সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র শাখা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2017, 08:40 AM
Updated : 27 May 2017, 08:40 AM

স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুণ’ শিরোনামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘ষড়যন্ত্র’ বলে অভিযোগ করা হয়।

সমাবেশে লিখিত বক্তব্যে সাংস্কৃতিক জোটের নেতা মিথুন আহমেদ অভিযোগ করে বলেন, “ধর্মান্ধ মৌলবাদি অপশক্তির কাছে নতি স্বীকার করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণ হতে ন্যায়  বিচারের প্রতিক ভাস্কর্যটি অপসারণ করা হয়েছে।

“এর পেছনে যে একাত্তরের পরাজিত ঘাতক-দালাল-রাজাকারের মতো সাম্প্রদায়িক শক্তির হাত রয়েছে, সেটা দিবালোকের মত স্পষ্ট।”

প্রবাসের শিল্পীরা সমাবেশে প্রতিবাদি ছবি আঁকেন। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কবিতা আবৃতিও করা হয়।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাজমুন্নেসা পিয়ারি, লুৎফুন্নাহার লতা, নাসিমুন্নাহার নিনি, মিনহাজ সাম্মু, আকবর হায়দার কিরণ, শিতাংশ গুহ, সুব্রত বিশ্বাস, ফাহিম রেজা নূর, জীবন বিশ্বাস, সাবিনা হাই উর্বি, মনিকা রায়, মোজাহিদ আনসারী, গোপন সাহা ও সঙ্গীতশিল্পী মাকসুদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!