জেদ্দায় বেকার শ্রমিকদের সহযোগিতায় নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতি

সৌদি আরবের জেদ্দায় ‘বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতি’ আল নাহাদা কোম্পানির ২৮০ জন বেকার বাংলাদেশি  শ্রমিকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

মো.শফি উল্লাহ, সৌদি আরব থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2017, 11:55 AM
Updated : 25 May 2017, 12:16 PM

স্থানীয় সময় সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক আমীর মোহাম্মদের নেতৃত্বে এ খাদ্যসামগ্রী দেওয়া হয়।

প্রায় এক বছর ধরে মানবতের জীবনযাপন করা বেকার শ্রমিকদের সমিতির পক্ষ থেকে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে - চাল, ডাল, চানাবুট, মুড়ি, তেল, চিনি, খেজুরসহ অন্যান্য সামগ্রী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এমএ কাশেম, মিডিয়া বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন ও সাইফুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আমীর মোহাম্মদ ঘোষণা দিয়েছেন, বেকার শ্রমিকদের মধ্য থেকে তার নিজস্ব প্রতিষ্ঠান ‘বাজরাই ইন্টারন্যাশনাল গ্রুপ হোল্ডিং লিমিটেড’-এ কিছু সংখ্যক দক্ষ শ্রমিক নেওয়া হবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!