ভিয়েনায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অস্ট্রিয়ার ভিয়েনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়ার ভিয়েনা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 03:16 AM
Updated : 18 May 2017, 03:28 AM

স্থানীয় সময় বুধবার বিকালে ভিয়েনার সিটি গেইট হলে অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

অনুষ্ঠানে বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহি দাস সাহা, সিরাজ চৌধুরী ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল।

অনুষ্ঠানে এম. নজরুল ইসলাম বলেন, “দেশকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীমুক্ত করে প্রগতির পথে এগিয়ে নিতে শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের বিকল্প নাই।”

খন্দকার হাফিজুর রহমান নাসিম বলন, “জননেত্রী শেখ হাসিনার বিজ্ঞ নেতৃত্বে বাংলাদেশে আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।”

সাইফুল ইসলাম কবির বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে জন্ম নেওয়া বাংলাদেশ এখন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সোনার বাংলায় রূপান্তরিত হচ্ছে।”

অনুষ্ঠানের শেষ পর্বে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!