সিডনি প্রবাসীদের ‘মাকে মনে পড়ে’

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের অনলাইন টেলিভিশন ‘বাসভূমি’ মা বিষয়ক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে।

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2017, 11:19 AM
Updated : 29 April 2017, 11:19 AM

আগামী ১৪ মে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সিডনির রকডেল কস্তূরি ফাংশন সেন্টারে ‘মাকে মনে পড়ে’ শিরোনামে এটি অনুষ্ঠিত হবে।

বাসভূমি সূত্রে জানা গেছে- মা বিষয়ক স্মৃতিচারণ, গান, কবিতা, নাচ ও একটি বিশেষ গীতি আলেখ্য দিয়ে মূল অনুষ্ঠানটি সাজানো হয়েছে।

সিডনিতে কোন সাংস্কৃতিক সংগঠনের মা বিষয়ক এটিই প্রথম কোন বিষয়ভিত্তিক অনুষ্ঠান বলে আয়োজকরা দাবি করেন। তারা জানান, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে বাসভূমির এবারের আয়োজন প্রশংসিত হয়েছে।

আয়োজক কমিটি জানিয়েছে, এই অনুষ্ঠানের প্রবেশমূল্য রাখা হয়েছে দশ ডলার। অনুষ্ঠান বিষয়ক যে কোন তথ্যের জন্য আকিদুল ইসলাম, মোবাইল: ০৪০১ ০৯৩৯ ৩১ এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!