সৌদি আরবে অবৈধ বাংলাদেশিদের কনস্যুলেট সেবা

সৌদি আরব কনস্যুলেট জেনারেল বাংলাদেশ জেদ্দার উদ্যোগে বিভিন্ন  শহরে কনস্যুলেট সেবা দেওয়া হচ্ছে।

মো. শফি উল্লাহ, সৌদি আরবের রিয়াদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2017, 04:30 AM
Updated : 29 April 2017, 04:30 AM

অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরা সাধারণ ক্ষমা ২০১৭-এর আওতায় আউটপাস বা ট্রাভেল পারমিট সেবা নিতে পারবেন।

এছাড়া এমআরপি পাসপোর্ট ইস্যু, বিতরণ, সংশোধন ও নবায়ন করা যাবে।

কনস্যুলেট জেনারেল বাংলাদেশ  জেদ্দার প্রথম সচিব মো. কামরুজজামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জেদ্দার ১০টি শহরে কনস্যুলেট সেবা ১ জুলাই পর্যন্ত চলবে। আগামী ২৩ ও ২৪ জুন জিজান শহরে, আল বাহায় ৫ ও ৬ মে, খামিসে ১২ ও ১৩ মে, তায়েফে ১৯ ও ২০ মে, নাজরানে ২৬ ও ২৭ মে, ইয়ামবুতে ২ ও ৩ জুন, বিশায় ৯ ও ১০ জুন, মদিনায় ১৬ ও ১৭ জুন, কুনফুদাহে ৩০ ও ১ জুলাই এ সেবা দেওয়া হবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!