শ্রমিক দিবসে পর্তুগালে অভিবাসীদের আন্দোলন

মে দিবসে পর্তুগালে কর্মরত সকল অভিবাসী শ্রমিকদের নিয়ে দাবি আদায়ের আন্দোলনে বাংলাদেশিদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ‘সলিদারিটি ইমিগ্রান্টস’।

নাঈম হাসান পাভেল, পর্তুগাল থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2017, 03:50 AM
Updated : 29 April 2017, 04:31 AM

পহেলা মে শ্রমিক দিবসে দুপুর ২টা থেকে লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মার্তৃম-মুনিজ এলাকার সেন্টাল কমার্শিয়াল মুরারিয়া’র সামনে এ প্রতিবাদ শুরু করবে অভিবাসীদের এ সংগঠন।

সকল অবৈধ অভিবাসীদের বৈধতা ও অভিবাসন কার্যালয়ের নানা অনিয়মের প্রতিবাদ জানাতে সকল বাংলাদেশিদের এ আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পর্তুগালে বাংলাদেশের কমিউনিটির রানা তাসলিম উদ্দিন।

সকল বাংলাদেশিদের উদ্দেশ্যে এক বিবৃতিতে তিনি বলেন, “অধিকার এমনি এমনি আদায় করা যায় না কিংবা কেউ ঘরে এনে দেয় না।  আগামী পহেলা মে, আন্তজাতিক শ্রমিক দিবসে আসুন একত্র হই। শ্লোগান দেই, আসুন আমাদের অধিকার আদায়ে সোচ্চার হই।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!