যুক্তরাষ্ট্রের জাতিসংঘে বাংলাদেশ মিশনে বর্ষবরণ

যুক্তরাষ্ট্রের জাতিসংঘে বাংলাদেশ মিশনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2017, 03:42 AM
Updated : 29 April 2017, 04:31 AM

স্থানীয় সময় শুক্রবার মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এসব আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিদের অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

অনুষ্ঠানের শুরুতে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। ‘নিউ ইয়র্ক উদীচী শিল্পীগোষ্ঠী’র পরিবেশন করে ‘এসো হে বৈশাখ’, ‘আমরা এক ঝাঁক পায়রা’, ‘সুন্দরী কমলা নাচে’সহ বেশ কয়েকটি গান। এছাড়া শিশু শিল্পীদের দলীয় ও একক নাচ পরিবেশন করা হয়।

উপজাতীয় মারমা সঙ্গীত পরিবেশন করেন অতিথি শিল্পী তিতুনু মারমা। লুৎফুননাহার লতা ও মার্ক ওয়েনবার্গ রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি করেন।

খাবারের আয়োজনে ছিল পিঠা-পুলি-পায়েস, ক্ষীর, ভাত-মাছ, পোলাও, কাবাব, চটপটি, মুড়ি-মুড়কি-মুয়াসহ নানা ধরনের বাঙালি খাবার।  

অনুষ্ঠানে নিউ ইয়র্কে সফররত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার নেতৃত্বাধীন বাংলাদেশের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!