মালয়েশিয়ায় পাহাড় ধসে দুই বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় পাহাড় ধসে দুই বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 11:37 AM
Updated : 23 April 2017, 11:37 AM

স্থানীয় সময় শনিবার আনুমানিক ভোর ৪টায় কুয়ালালামপুরের অদূরে কাজাং জেলার হুলু লাঙ্গাত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশিরা হচ্ছেন রানা (৪০) ও মাসুদ রানা (২২)। ঘটনার সময় এই দুই বাংলাদেশি পাশাপাশি দুটি ঝুপড়ি ঘরে ঘুমিয়ে ছিলেন বলে স্থানীয় পুলিশ জানায়।

মালয়েশিয়ার নিউ স্ট্রেইটস টাইমস ও দ্যা স্টার অনলাইনসহ অন্যান্য সংবাদ মাধ্যমে সংবাদটি গুরুত্ব সহকারে ছাপা হয়েছে।

সংবাদ মাধ্যমগুলো জানায়, লাঙ্গাত-২ পানি শোধন প্রকল্পের পাশে পাহাড়ের কিনারে ১১ বাংলাদেশি ও নয় ইন্দোনেশিয় শ্রমিক হুলু লাঙ্গাতের পাহাড়ের পাদদেশে ঝুপড়ি ঘরে থাকতেন। ভারি বৃষ্টিপাতের কারণে শনিবার ভোর ৪টার দিকে ভূমিধস হয়।

কাজাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের উদ্ধাকারী দলের প্রধান আহমাদ হিশাম আবদুল রহমান বলেন, “বৃষ্টিপাতের কারণে এ ভূমিধস হয়েছে। ওই দুর্ঘটনায় আরো এক শ্রমিকের পা ভেঙে গেছে।”

তিনি জানান, ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অন্য শ্রমিকরা ওই মৃত শ্রমিকদের লাশ উদ্ধার করেন। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।