জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল নিয়ে অভিভাবকদের সভা

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে প্রতিবাদ সভা করেছে প্রবাসী শিক্ষার্থীদের অভিভাবক ফোরাম।

মো. শফি উল্লাহ, সৌদি আরব (রিয়াদ) থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 03:28 PM
Updated : 20 April 2017, 03:28 PM

মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে অভিভাবকদের মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন অভিভাবক আক্কাস মিয়া।

আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এম এ কাশেম, আব্দুল মান্নান, কাশেম মজুমদার, আবুল বাশার ইসলাম, রৌশন জামিল শিপু, এরশাদ আহমেদ, আফজাল হোসেন, মো. ইউসুফ, সাইফুল ইসলাম বাবুলসহ অন্যান্য অভিভাবকরা।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংরেজি শাখার বর্তমান পরিচালনা পরিষদ বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য জেদ্দা কনস্যুলেটের কাছে দাবি জানান অভিভাবকরা।

তাদের অভিযোগগুলোর মধ্যে রয়েছে- বিভিন্ন ফি'র নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা, বিষয়ভিত্তিক শিক্ষক সঙ্কট দেখিয়ে যথাযথভাবে ক্লাস না নেওয়া এবং  স্কুল পরিচালনা কমিটির অদক্ষতার কারণে দিন দিন স্কুলের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!