জেনেভায় মুজিবনগর দিবস পালিত

সুইজারল্যান্ডের জেনেভায় বসবাসরত বাংলাদেশিরা ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছেন।

শ্যামল খান, জেনেভা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2017, 11:42 AM
Updated : 18 April 2017, 11:42 AM

সোমবার জেনেভায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

দূতাবাসের উপ রাষ্ট্রদূত নজরুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের রাষ্ট্রদূত এম. শামীম আহসান।

শুরুতে রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান ইকনোমিক মিনিস্টার সুপ্রিয় কুমার কুণ্ডু ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান কাউন্সিলর তৌফিক ইসলাম সাতিল।

দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য দেন- সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতা শ্যামল খান, খলিলুর রহমান, নজরুল জমাদার, শাহ আলম, গোলাম মুর্শেদ সাচ্চু ও কল্লান পাল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!